এসডিজি-২০৩০, রূপকল্প-২০৪১, পাওয়ার সিস্টেম মাস্টার প্লান, ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নে বাপবিবো’র গৃহীত পরিকল্পনা:
ইনডোর টাইপ (GIS) উপকেন্দ্র নির্মাণ।
বিদ্যমান ৩৩/১১ কেভি পোল মাউন্টেড উপকেন্দ্রের নবায়ন ও আধুনিকায়ন।
দেশের বড় বড় শহর ও ঘনবসতি এলাকায় ওভারহেড বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপন।
বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন।
বাপবিবোর্ডে SCADA System Establishment।
Overloaded Distribution Transformer পরিবর্তন, Fault Locator স্থাপন।
স্মার্ট প্রি-পেমেন্ট ই-মিটার স্থাপন, Advanced Metering Infrastructure (AMI) System Establishment।
E-Nothi, ERP, GIS বাস্তবায়নের মাধ্যমে সমিতির প্রতিটি অফিসকে লেসপেপার অফিসে রূপান্তর করা
গ্রাহক সেবার মান বৃদ্ধিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতির প্রবর্তন করা।
প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস